আসন্ন ২৭ জুলাই ২০২২ইং পাঁচবিবি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ দলীয় ১জন ও ৭জন স্বতন্ত্র মেয়র প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
পৌরসভায় ৯টি ওয়ার্ডে সাধারণ কমিশনার পদে ৫২জন ও সংরক্ষিত মহিলা কমিশনার পদে ১৭জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (২৮ই জুন) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মেয়র পদের প্রার্থীরা হলো- আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। স্বতন্ত্র মেয়র পদের প্রার্থীরা হলেন, দেওয়ান সিরাজুল ইসলাম, সাবেকুন্নাহার শিখা, মাহমুদুল হাসান জন, শামীম হোসেন, শামীম হোসেন আকন্দ, মুনসুর রহমান ও নাজমুল হাসান।
উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম জানান, আগামী ৩০ শে জুন মনোনয়ন পত্র যাছাই বাছাই , -৭ই জুলাই প্রার্থীতা প্রত্যাহার ও ২৭ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
0 Comments